April 20, 2025 | Sunday | 2:23 AM

দুয়ারে সরকারে পরিসেবায় ব্যাস্ত শিলিগুড়ির কাউন্সিলার শ্রাবনী দত্ত

0

TODAYS বাংলা: দুয়ারে সরকারে পরিসেবায় ব্যাস্ত শিলিগুড়ির কাউন্সিলার শ্রাবনী দত্ত,জানালেন এটা তো তার কর্তব্য।শিলিগুড়িতে দুয়ারে সরকারের ক্যাম্পে নিজে বসে ওয়ার্ডের মানুষকে পরিসেবা দিয়ে যাচ্ছেন শিলিগুড়ির 14নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের আওতায় যাতে মানুষ আসতে পারেন তার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন এই কাউন্সিলার এবং এম আই সি।

জানালেন বিশেষ করে লক্ষীর ভান্ডার এবং বয়ষ্ক ভাতার জন্য আবেদনপত্র সবচাইতে বেশী জমা পড়েছে।আর এই জায়গাতেই মানুষের বুঝতে একটু সমস্যা তৈরী হচ্ছে।তাই শত কাজের মধ্যেও চেষ্টা করছি ওদের এই কাজগুলো করে দেওয়া।কারন ওয়ার্ডের সব মানুষ সবকিছু বুঝতে পারেন না,একটু বুঝিয়ে দিলে ওদের সুবিধা হয়,তাই চেষ্টা করছি যাতে ওরা মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সুবিধাটুকু পায়।শ্রাবনী দত্ত আরো জানালেন মানুষ আমাকে যোগ্য মনে করে ভোটে জিতিয়েছেন এখন আমার কাজ ওদের জন্য যতটুকু পারা যায় পরিসেবা দিয়ে যাওয়া।আমি চেষ্টা করবো যাতে আমার ওয়ার্ডের মানুষ মুখ্যমন্ত্রীর প্রকল্পের সূযোগ সুবিধাটুকু পায়।অনেকে আবেদন করেও এখনো টাকা পান নি,আমি তাদের কথাও চিন্তা করেছি,যাতে তারা তাদের এই প্রকল্পের টাকা ঠিকসময়ে পেয়ে যায়।দুবেলাই মানুষ আসছেন আমার কাছে,আমি তাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে তারা সব প্রকল্পের সূযোগ সুবিধা পাবে জানালেন শিলিগুড়ির কাউন্সিলার এবং এম আই সি শ্রাবনী দত্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *