নিজেকে প্রতিষ্ঠিত করতে স্বপ্নের উড়ান পারি দিয়েছেন শ্রেষ্ঠা দাস
TODAYS বাংলা; পূর্বা রায়: মডেলিংয়ের পাশাপাশি অ্যাক্টিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে স্বপ্নের উড়ান পারি দিয়েছেন শ্রেষ্ঠা দাস। মডেলিং এর প্রতি ভালোলাগা পরে তা ভালবাসায় পরিনত হয়ে আজ এক মাস পূর্ণ করলেন অভিনয় জগতে।


অত্যন্ত শান্তশিষ্ট, মিষ্টি একটি মেয়ে অবসর সময়ে লেখালেখি করতে, ভ্রমণের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন।


অ্যাক্টিং এবং মডেলিংকে পাশে রেখে নানা ধরনের ইভেন্টেও তিনি কর্মরত। নিজেকে অভিনেত্রী হিসেবে সকলের সামনে তুলে ধরতে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় প্রস্তুতি নিচ্ছেন শ্রেষ্ঠা।


টেলিভিশনের পরিচিত মুখ অন্বেষা হাজরা কে আদর্শ মানেন তিনি। সব ধরনের লুকেই স্বচ্ছন্দ বোধ মনে করেন শ্রেষ্ঠা তবে ওয়েস্টল্যান্ড লুক ভীষন প্রিয়।
আগামী দিনের শ্রেষ্ঠ দাসের উজ্জল ভবিষ্যতের জন্য TODAYS বাংলার পক্ষ থেকে শুভ কামনা রইল।
