বৃষ্টির কারনে একেবারেই জনজীবন বিপর্যসত সিকিমের
TODAYS বাংলা: গোটা সিকিম থেকে এখন পর্যটকদের ফেরার তাড়া। কেউ কলকাতার আবার কেউ অন্য রাজ্যের।গোটা সিকিম বৃষ্টির কারনে একেবারেই থেমে আছে বলে জানিয়েছেন পর্যটকেরা। তারাও ফিরতে চান বাড়িতে। শুধুমাত্র সিকিমেই আটকে প্রায় ৫০০০পর্যটক। এর মধ্যে গ্যাংটকে আটকে আড়াইহাজারেরও বেশী। সবাই ঘরে ফিরতে চান।

বেশী টাকা দিয়ে গাড়ি ভাড়া করে শিলিগুড়ি পৌছতে চান অনেক পর্যটকই। তাই শিলিগুড়ির বাসগুলিতেও সিকিম ফেরত মানুষের সংখ্যাই বেশী। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আরো কয়েকদিন সিকিম জুড়ে এই আবহওয়া চলতে পারে বলে খবর। সিকিমের হোটেলগুলিতে এখন পর্যটকদের ফেরবার তাড়া।সবাই কোনমতে শিলিগুড়ি পৌছতে চান। ব্যাপক বৃষ্টির কারনে অনেক পর্যটকই সিকিম থেকে দার্জিলিং পৌছে গেছেন। তবে অধিকাংশ পর্যটকই জানিয়েছেন যতই বিপর্যয় আসুক তারা আবার ফিরে আসতে চান সিকিমে।