শিলিগুড়ি ব্রাউন সুগার এবং কন্ট্রাব্যান্ড সহ দুজনকে আটক করল সিকিম পুলিশ
TODAYS বাংলা: শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার এবং কন্ট্রাব্যান্ড সহ দুজনকে আটক করল সিকিম পুলিশ।এই দুজনের নাম অজিত বাচোয়ান এবং মনু সিংহল।এরা দুজনেই সিকিমের বাসিন্দা হলেও বর্তমানে শিলিগুড়ির প্রধাননগরে একটি ভাড়া বাড়িতে থাকত।

গতকাল গভীর রাত্রে তাদের বাস থেকে নামার সময় আটক করে সিকিম পুলিশ।আটক দুজনের কাছ থেকে বেশ কিছু নগদ টাকাও পাওয়া গেছে।আটক দুজনকে জেরা করে জানা গেছে তারা বেশ কয়েক বছর ধরেই এই কাজ করে আসছিল।

তাদের বেশ কয়েকটি গাড়িও শিলিগুড়ি থেকে সিকিম ঘোরাফেরা করে বলে জানতে পেরেছে সিকিম পুলিশ।আটক দুজনকে জেরা করে জানতে চেষ্টা করা হচ্ছে তাদের সাথে আরো কেউ জড়িত আছে কি না?

পুলিশের অনুমান ধৃত দুই ব্যক্তি আরো কোন অপরাধমুলক কাজের সাথে জড়িত আছে।পুলিশ আরো জানিয়েছে ওই দুই ব্যক্তি আগে দিল্লীতে কোন এলাকায় ব্যাবসা করত।লকডাউনের সময় তারা শিলিগুড়িতে এসে থাকতে আরম্ভ করে।
