শিলিগুড়ি শহরকে মুড়ে দেওয়া হল সিসি ক্যামেরা দিয়ে
TODAYS বাংলা: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে আজ শিলিগুড়ি শহরকে মুড়ে দেওয়া হল সিসি ক্যামেরা দিয়ে। গোটা শিলিগুড়ি শহরকে মোট 90টি ক্যামেরা দিয়ে। আজ সকালে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। তিনি জানালেন দিনের পর দিন শিলিগুড়ি যত আধুনিক হচ্ছে ততই বাড়ছে অপরাধ।

শিলিগুড়ির চারিদিক থেকে ঢোকার রাস্তা আছে।আর অপরাধীরা এই রাস্তাগুলোকেই বেছে নিচ্ছে অপরাধ করবার। শিলিগুড়িতে বেশ কিছু বিশেষ সুবিধা পায় অপরাধীরা। তাই তারা অন্য কোন জায়গার চেয়ে শিলিগুড়িতে থাকতেই পছন্দ করে বেশী। তাই গোটা শিলিগুড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হল যাতে পুলিশের সুবিধা হয় অপরাধীদের ধরবার। আর এটা হলে শিলিগুড়ির সাধারন মানুষ অনেকটাই সাচ্ছন্দ বোধ করবে।
