আশাবাদী বোর্ড গঠনে শিলিগুড়ি
আমরা আশাবাদী আমরাই বোর্ড তৈরী করবো।আজ শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে সিক্তা দে বসু কর্মকারের সমর্থনে এসে এই কথাই জানালেন পাপিয়া ঘোষ।তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আর্শীবাদে এবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের জয়জ য়কার হবে।কারন এবারে মানুষ বুঝে গেছে যদি উন্নয়ন করতে হয় তবে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসকেই আনতে হবে।বাকি বিজেপী,সিপি এম এবং কংগ্রেসকে জীতিয়ে কোন লাভ হবে না শিলিগুড়ি বাসীর।আমরা এবার শিলিগুড়িতে বোর্ড গঠন করবো,আশাবাদী প্রচণ্ড আমি।আমাদের এবারে জয় হবেই।
পাপিয়া ঘোষ এদিন জানালেন এবারে তৃণমূল কংগ্রেস 35টির উপরে আসন পাবে,তাই আমাদের জয় নিয়ে চিন্তা নেই কোন।আমরা মানুষের পাশেই আছি ছিলাম এবং থাকবো জানালেন পাপিয়া ঘোষ।আমি গত 5মাস ধরে এই পদে আছি,আমাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন শিলিগুড়িতে সাফল্য আনবার জন্য আমি চেষ্টা করবো শিলিগুড়িকে তৃণমূল কংগ্রেসের করে দেবার।