আজ শিলিগুড়ির প্রধাননগরের উত্তরায়নে নর্থবেঙ্গল পুর্নবাসন সোসাইটির উদ্যেগে বিশেষভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য হোলি উৎসবের আয়োজন করা হয়
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির প্রধাননগরের উত্তরায়নে নর্থবেঙ্গল পুর্নবাসন সোসাইটির উদ্যেগে বিশেষভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য হোলি উৎসবের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে প্রায় তিনশোজন প্রতিবন্ধী ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হয় আবির এবং মিষ্টি।এই অনুষ্ঠানের মুল উদ্যেক্তা ছিলেন নর্থবেঙ্গল হান্ডিক্যাপট সোসাইটি।এই অনুষ্ঠানের আজ সকালে উদ্বোধন করেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি জানালেন সারা ভারতে মোট তিনকোটি মানুষ আছেন যারা মানসিক এবং শারীরিক ভাবে অক্ষম।আমরা তাদের মধ্যে কিছু সংখ্যক ছেলেমেয়েদের উৎসাহ দিলাম।যাতে তারা আগামীতে অনেক অনেক শক্ত লড়াইয়ে জীতে ফিরে আসতে পারে।এদিন রঞ্জন সরকার আরো জানান এই তিনশো জনের মধ্যে যাদের অবস্থা একটু বেশী খারাপ তাদের মধ্যে থেকে অন্তত দশজনের ভবিষ্যতের ভার তিনি নেবেন।যাতে তাদের এবং তাদের আভিভাবকদের কোন সমস্যার সৃষ্টি না হয়।তিনি জানান আগামীতে এই ধরনের উদ্যেগে তিনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে চেষ্টা করবেন।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যিন্য কাউন্সিলারেরা।