শিলিগুড়িতে রঙের উৎসব হোলি পালন করলেন মেয়র গৌতম দেব
TODAYS বাংলা: শিলিগুড়িতে রঙের উৎসব হোলি পালন করলেন মেয়র গৌতম দেব।আজ সকাল থেকেই মেয়র গৌতম দেব বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড কাউন্সিলার এবং সেই ওয়ার্ডের মানুষের সাথে পালন করলেন রঙের উৎসব হোলি।এদিন গৌতম দেবের সাথে তাল মিলিয়ে হোলি উৎসব পালন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম আই সি দুলাল দত্ত সহ বেশ কয়েকজন কাউন্সিলার এবং এম আই সি।গৌতম দেব জানান এই করোনা পরবর্তীতে মানুষের জীবন শঙ্কার মধ্যে দিয়ে চলছে।এতটাই যে আগামীকালের পযর্ন্ত কোন নিশ্চয়তা নেই।তারই মধ্যে মানুষ নেমে পড়েছে এই রঙের উৎসব দোল খেলায়।আমি সবাইকে দোলের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি দোলের।আগামীদিন মানুষের জীবন সুখ এবং সমৃদ্বিতে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই কামনা করি।