কলকাতার বিখ্যাত বুক সেলার্স আন্ড পাবলিসার্স “কথা ও কাহিনী “শিলিগুড়িতে তাদের নতুন শাখা খুলল
TODAYS বাংলাঃ কলকাতার বিখ্যাত বুক সেলার্স আন্ড পাবলিসার্স “কথা ও কাহিনী “শিলিগুড়িতে তাদের নতুন শাখা খুলল।শিলিগুড়ির আশ্রমপাড়ার ১৪ নং ওয়ার্ডে।এখানে সমস্ত বই পাওয়া যাবে,যাদের বই এর দোকান আছে এবং যারা বই সরাসরি কিনতে আসবেন।এখানে “কথা এবং কাহিনী “জনপ্রিয়তা পাবে বলে দাবী করলেন শিলিগুড়িতে “কথা ও কাহিনীর” ম্যানেজার এবং ষ্টাফেরা।
আজকে কথা এবং কাহিনীর কথা জানে সারা বাংলা,আমরা চাই “কথা ও কাহিনী “এবারে উত্তরবঙ্গ জুড়ে জনপ্রিয়তা অর্জন করুক।কথা ও কাহিনীর এই জাকজমকপূর্ন উদ্বোধনী অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী দত্ত।তিনি জানালেন আমি বই পড়তে ভালোবাসি,বিশেষ করে কবিতার বই।কথা এবং কাহিনীর পক্ষ থেকে এদিন তাকে দুটো কবিতার বই উপহার দেওয়া হয়।তিনি জানান আমাদের যে যে বই আসে তার মধ্যে থেকেই দিলাম ম্যাডামকে।