আগামী ৪ মার্চ শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদদের শপথ গ্রহন
TODAYS বাংলাঃ আগামী ৪ মার্চ শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদদের শপথ গ্রহন। সোমবার কলকাতা থেকে মেয়র পারিষদ ও ডেপুটি মেয়রের নাম সহ ৫ জন বোরো চেয়ারম্যানদের নাম প্রকাশিত হয়। বুধবার পুরনিগমে তাদের নাম ঘোষনা করলেন মেয়র গৌতম দেব। তার বক্তব্য নিয়ম অনুযায়ী মেয়র ও চেয়ারম্যান নির্বাচিত হন। বাকি মেয়র পারিষদদের নাম ঠিক করেন মেয়র্ । সেই অনুযায়ী রাজ্যে নাম পাঠানোর পর নামগুলো রাজ্যের তরফে প্রকাশিত হয় ।
শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার । মেয়র পারিষদরা হলেন
দুলাল দত্ত
২) রামভজন মাহাতো
৩) কমল আগরওয়াল
৪) মানিক দে
৫) শ্রাবণী দত্ত
৬) সিক্তা বসু রায়
৭) মুন্না প্রসাদ
৮) দিলীপ বর্মন
৯) শোভা সুব্বা
বরো চেয়ারম্যান
১) গার্গী চট্টোপাধ্যায়
২) আলম খান
৩) মিলি সিনহা
৪) জয়ন্ত সাহা
৫) প্রীতিকণা বিশ্বাস।
আজ গৌতম দেব পরে সাংবাদিকদের জানান শপথ নেওয়া হবে আগামী শুক্রবার।আর তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা যাওয়া।কলকাতা থেকে ঘুরে এসে বাজেট পাশ করেই নামতে হবে কাজে।কারন বাজেট না পাশ করলে কোন কাজেই হাত দেওয়া যাবে না বলে জানিয়ে দিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র।