গতকাল থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে টক টু মেয়র অনুষ্ঠান
TODAYS বাংলা:
গতকাল থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে টক টু মেয়র অনুষ্ঠান।কিন্তুু আজই ওই অনুষ্ঠান নিয়ে বিতর্ক তৈরী হয়ে গেল।অধিকাংশ শিলিগুড়ির মানুষের অভিযোগ একই বারে সবাই ফোন করায় অনেকেই ফোনে মেয়রকে পাচ্ছেন না।একই ফোন প্রচুর সময় ধরে চলছে।আর মেয়র ও অর্ধেক কথা বলে ফোন রেখে দিতে পারছেন না।ফলে অধিকাংশ ফোনই ব্যাস্ত থাকায় মেয়রের নির্দিষ্ট সময় এত লোকের কথা শোনা কোনমতেই সম্ভব নয়।মেয়রের পক্ষেও একদিনের বেশী এই কাজ নিয়ে চলা সম্ভব নয়।তার অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজও আছে।অন্যদিকে গতকাল শিলিগুড়িতে মোট ৪৭টি এলাকায় এই পরিসেবা দিতে চান মেয়র।কিন্তুু গতকালের “টক টু মেয়র”এই এপিসোডে প্রচুর ফোন আসায় সমাধান হওয়া সম্ভব হয় নি মেয়রের পক্ষ্য।তাই এবারে অন্যধরনের চিন্তা করা শুরু করেছেন মেয়র গৌতম দেব।একদিনের জায়গায় দুদিন এই অনুষ্ঠান হলেও আপত্তি নেই মেয়রের।আগামী সপ্তাহে একই রকমভাবে হবে টক টু মেয়র বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।তারপরে তার মনে।হলে এই অনুষ্ঠানের করলেও করতে পারেন।