শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা পুলিশের বড় সাফল্য
TODAYS বাংলা: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা পুলিশের বড় সাফল্য । গোপোন সূত্রের খবরের ভিত্তিতে কদমতলা দুর্গা মন্দির ও শিবমন্দির এলাকায় শনিবার অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার বিদেশী মদ সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গেছে , কদমতলা দুর্গা মন্দিরের দুটি হোটেলে অবৈধ ভাবে চলছিল মদের ব্যবসা ও শিবমন্দিরের একটি দোকানে চলছিল মদের ব্যবসা ৷


গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ এই দুটি হোটেলেই অভিযান চালায় । হাতেনাতে হাতেনাতে গ্রেপ্তার করে শবিশ্বনাথ কালওয়া , সতিস সেবাস্টিয়ান ,উজ্বল রায়, যোগেশ সেওয়া ও রাজ ছেত্রীকে । ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ৷