শিলিগুড়িতে বিজেপীর মুখ্য অফিসে জাতীয় পতাকা তুললেন শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ
TODAYS বাংলা: শিলিগুড়িতে বিজেপীর মুখ্য অফিসে জাতীয় পতাকা তুললেন শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ।আজ সকালে শিলিগুড়িতে বিজেপীর মুল অফিসে জাতীয় পতাকা তুলে বিধায়ক শঙ্কর ঘোষ জানন আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসে বাঙ্গালী শহীদ তাদের প্রান বিসর্জন দিয়েছিলেন।তাদের উদ্দেশ্য আজ শ্রদ্ধাঞ্জলি পালন করা হল।

এদিন বিজেপী আজাদীর অমৃত মহোৎসব পালন করে সারা দেশে।যার মধ্যে শিলিগুড়িও বাদ যায় নি।এদিন সকাল থেকেই শিলিগুড়িতে বিজেপীর অফিসের সামনে ছিল প্রচুর সদস্য এবং সমর্থকের ভীড়।সকলেই পতাকা নিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপীর অফিসে। বিধায়ক শঙ্কর ঘোষ পতাকা উত্তোলন করেন ঠিক সকাল সাড়ে নটার সময়।শঙ্কর ঘোষ ঠিক নটা বেজে পয়তাল্লিশ মিনিটে পতাকা তোলেন।শুরু হয় জাতীয় সঙ্গীত তারপর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিজেপীর কর্মীরা।