চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ
TODAYS বাংলা: “চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
গত ২রামে রাতে শিলিগুড়ির ভালোবাসা মোড় এলাকার একটি বাড়ি থেকে চুরি যায় একটি স্কুটি।

তারপরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জানায় স্কুটির মালিক।পুলিশ তদন্তে নেমে শনিবার শিলিগুড়ি জটিয়াকালি এলাকা থেকে স্কুটি সমেত এক যুবককে গ্রেফতার করে।

এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম রাজেশ সিংহ।

ধৃতের বাড়ি মাটিগাড়া হিমুল এলাকায় ।স্কুটিটি বিক্রি করার উদ্দেশ্যে জটিয়া এলাকায় নিয়ে যাচ্ছিল সে বলে জানা যায়। সেই সময় এন জে পি পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই যুবক।

রবিবার ধৃতকে জলপাইগড়ি আদালতে পাঠানো হয়।ধৃতকে জিঞ্জাসাবাদ করছে পুলিশ।