শিলিগুড়ি পুরনিগম ৩নং বোরো কমিটির পক্ষ থেকে রবিবার প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালান হয়
TODAYS বাংলা: শিলিগুড়ি পুরনিগম ৩নং বোরো কমিটির পক্ষ থেকে রবিবার প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালান হয় । রবিবার সকালে সুভাষপল্লী , রথখোলা বাজারে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান হয় ।
সরকারি নির্দেশিকা অনুসারে প্লাস্টিক এবং প্লাস্টিকজাত সমস্ত বিষয়ে ক্রেতা এবং বিক্রেতার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । সেই নির্দেশিকা অনুসারে বিভিন্ন বাজারে সচেতনতা অভিযান হয় । এদিন প্রত্যেকটি দোকানে তল্লাশি করে বোরো কর্মীরা । বেশ কিছু দোকান থেকে পাওয়া যায় প্লাস্টিকের ক্যারিব্যাগ ।

সেই ব্যাগগুলো বাজেয়াপ্ত করা হয়।তিন নং বরো কমিটির চেয়ারম্যান মিলি সিনহ্া জানান বার বার অনুরোধ করেও কোন লাভ হচ্ছে না।তাই বোরো কমিটিগুলি এবার থেকে পাড়ায় পাড়ায় অভিযানে বের হবে।কে কে নিয়ম মেনে চলছেন না কিংবা কে কে ব্যাবহার করছেন সেটা খতিয়ে দেখা হবে। যারা যারা নিয়ম মানবেন না তাদের জরিমানা করা হবে।