রামনবমীতে সম্প্রিতির মুখ দেখল শিলিগুড়ি
TODAYS বাংলা: রামনবমীতে সম্প্রিতির মুখ দেখল শিলিগুড়ি।আজ শিলিগুড়ির সফদর হাসমি চকের সামনে দিয়ে রামনবমীর মিছিল যাবার সময় মুসলমানদের একটি সংস্থা তাদের জল বিতরন করলেন।

আজ শিলিগুড়ি দেখল হিন্দু এবং মুসলিমদের সম্প্রিতির এক নতুন চেহারা।যারা জল খাওয়াতে এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন সামীম জানালেন আমরা ভারতীয় এই আমাদের আসল পরিচয়।

আমরা কোন ভেদাভেদে বিশ্বাস করি না।আমরা ভারতবাসী।আমরা দুই ভাই।তাই এই পবিত্র রামনবমীর দিনে আমরা আমাদের হিন্দু ভাইদের পাশে এসে দাড়ালাম।

এদিন যারা জল খেলেন তাদের মধ্যে অন্যতম রাজেশ জানালেন আমাদের দেশ ভারতবর্ষ তাই আমরা একই মায়ের দুই সন্তান।

আমাদের আজকে এই রামনবমীর দিনে আমাদের মুসলিম ভাইরা যে আমাদের পাশে এসে দাড়িয়েছেন এতেই আমরা আনন্দিত।তাই আমাদের গর্ব আমাদের ভারত।