শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক
TODAYS বাংলা: শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । তার অভিযোগ জন প্রকল্প নিয়ে সেভাবে কোনো উল্লেখ নেই পুর বাজেটে ।


জল প্রকল্পের জন্য বিজেপি কাউন্সিলরদের কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানাতে বলা হয়েছে । তাই তার মতে এই পুরবোর্ড লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে দেউলিয়া হয়ে গিয়েছে ।

সে কারনে এই বোর্ডের পক্ষে পুরবোর্ড চালানো সম্ভব নয় । শিলিগুড়ির জন্য জল প্রকল্প এই পুরবোর্ডের আমলে সলিল সমাধি হয়ে যাচ্ছে বলে তার অভিযোগ।গত 5বছরে জলের কোন সমাধান তো হয় নি উলটে মানুষের ভোগান্তি বেড়েছে জল নিয়ে।

কারন সবার পক্ষে টাকা দিয়ে জলের লাইন নেওয়া কোনমতেই সম্ভব নয়।তাই রাস্তার জল যদি ঠিকমত না আসে তবে সবারই অসুবিধা হয়।কোন প্রকারে মেরামত করে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল।

শঙ্কর ঘোষ আরো জানান ছেলেমেয়েদের চাকরী দেবার ব্যাপারে একেবারেই ব্যার্থ রাজ্য সরকার।সেই দশাই হবে এই পুরবোর্ডের।মানুষকে আশা দিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল,তাই কাজ করতে না পারলে মানুষই আবার বিদেয় করে দেবে তৃণমূলকে।