April 20, 2025 | Sunday | 8:02 AM

শিলিগুড়িতে সৌমীর উদ্যেগে শুরু হয়েছে বসন্ত উৎসব

0

TODAYS বাংলা:: শিলিগুড়িতে সৌমীর উদ্যেগে শুরু হয়েছে বসন্ত উৎসব।আজ দুপুরে শিলিগুড়ির দাদাভাই ষ্পোর্টিং clubএর ময়দানে শুরু হয়েছে দোল উৎসব।আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন মেয়রকে অভিনন্দন জানান সৌমীর সকল সদস্যরা।মেয়র জানান গো দুবছর ধরে কিছুই করে ওঠা হয় নি।আমরা চেষ্টা করছি যাতে এই দোল উৎসব সবাই এর মনে আনন্দে কাটে।সৌমির সদস্যরা এদিন পথচলতি শিশুদের হাতে তুলে দেন খাবার এবং কিছু অর্থ। মেয়র নিজের হাতে বাচ্চাদের হাতে তুলে দেন খাবার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *