অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছে শিলিগুড়ির নৌকাঘাট মোড়
TODAYS বাংলা: কোথাও মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও বা প্লাস্টিকের গ্লাস। রাত বাড়লেই শহরের সবার পরিচিত এক এলাকা পরিণত হচ্ছে দুস্কৃতিদের আখড়ায়। অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছে শিলিগুড়ির নৌকাঘাট মোড়। সবার চোখের সামনে সবটা ঘটলেও, সবাই বসে রয়েছেন মুখে কুলুপ এঁটে।

নগরায়ন সভ্যতায় বিনষ্ট হচ্ছিল পরিবেশ, ভারসাম্য হারাতে বসেছিল বাস্তুতন্ত্র। পাশাপাশি ট্রাফিক, যানজট, ড্রেনেজ সমস্যা সবটাই ফিকে করছিল শিলিগুড়ি শহরের সৌন্দর্য্যকে। এইনিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। তারপরই শহরের রূপ পালটে দিতে তৎপর হয় প্রশাসনিক কর্তারা। কয়েক দিনের মধ্যে পাল্টেও যায় শহরের চিত্র। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সবুজায়নের পাশাপাশি বদল আনা হয় ট্রাফিকেরও। তবুও পরিবর্তন হয় নি।দিনের পর দিন বেড়েই চলেছে অসামাজিক কার্যকলাপ। বাড়ছে নেশার প্রকোপ।আর বাড়ছে অবৈধভাবে নেশাজাত জিনিসের আদান প্রদান। মুখ্যমন্ত্রী নিজে যেখানে ঘুরে গেছেন সেই জায়গার এই অবস্থা এই অভিযোগ সাধারন মানুষের।