April 20, 2025 | Sunday | 7:50 AM

আসন্ন সিউড়ি পৌরসভা ওয়ার্ডে গুলিতে প্রচারের ঝড়

0

মৃন্ময় লাহিড়ীঃ আসন্ন সিউড়ি পৌরসভা ওয়াডে গুলিতে প্রচারের ঝড় সোমবার বিকেলে থেকে ।পথ সভা করলেন সাংসদ ও বিধায়ক। নির্বাচনে ২নঃ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা রায় , ৪নঃ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবদাস সাহা, #১১নঃ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রানী মুখার্জী , ১২নঃ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক চট্টরাজ , ও ১৯নঃ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ মন্ডল এর সমর্থনে নির্বাচনী প্রচার সভা করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক মাননীয় বিকাশ রায় চৌধুরী মহাশয় ও মাননীয়া সাংসদ শ্রীমতি শতাব্দী রায় ।
আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট বিপুল ভোটে জেতার আহ্বান জানালেন ।
সিউড়ী থেকে মৃন্ময় লাহিড়ী রিপোর্ট বীরভূম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *