April 20, 2025 | Sunday | 11:55 PM

কালীঘাটে স্কাইওয়াক এটাও সম্ভব! জেনে নিন বিস্তারিত

0

নিজস্ব সংবাদদাতা: বছর পড়তে না পড়তেই নতুনত্বের ছোঁয়া লাগছে প্রত্যেকটা জিনিস এই নতুনের হাওয়া বইছে সারা দেশজুড়ে নতুন আমেজেই নতুন করে খবর ভেসে এলো কালীঘাটে স্কাইওয়াকের সকলেই হয়তো একটু আশ্চর্য হচ্ছেন কালীঘাটে আবার এও কি সম্ভব এবারে অসম্ভবকে সম্ভব করা হচ্ছে কালীঘাটের করা হচ্ছে আর যেতে হবে না পথ পেরিয়ে নানান দেশ-বিদেশে. এবার নিজের শহরে নিজের এলাকায় উপভোগ করতে পারবেন স্কাইওয়াকের আনন্দ। ২০১৮ সাল থেকে সেই স্কাইওয়াক তৈরির কথা থাকলেও হকার সমস্যার কারণে সেই কাজ শুরু হতে দেরি হয়। এরপর ১৮৪ জন হকারকে পুনর্বাসন দিয়ে অবশেষে সেই স্কাইওয়াক তৈরির কাজ শুরু হল। ৫০০ মিটার লম্বা ও এবং ১০.৫ মিটার চওড়া এই স্কাইওয়াক তৈরি করতে বরাদ্দ করা হয়েছে ৮০ কোটি টাকা। রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পুরসভা এই স্কাইওয়াক তৈরির কাজ করছে।

স্কাইওয়াক তৈরীর কাজ তবু শুরু হয়ে গেছে তবে কি কি থাকবে জানেন ? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে! মনের ভেতর থেকে কৌতুহল উঁকি মারছে কেমন হবে আকৃতি এবং কেমন করেই বা উপভোগ করতে পারবেন এই স্কাইওয়াকের আনন্দ তাহলে আর দেরি কিসের ঝটপট এই প্রতিবেদনে পড়ে নিন। স্কাইওয়াকে থাকবে মোট চারটি এসকালেটর। থাকবে দুটি ব্রাঞ্চ। যার একটি নামবে মন্দিরের উত্তর-পূর্ব প্রান্তের পুলিস কিয়স্কের কাছে এবং অন্যটি নামবে কালীঘাট দমকল অফিসের দিকে। এই চিত্র বুঝে বুঝতেই পারছেন স্কাইওয়াক হতে চলেছে জমজমাট এবং তার সাথে স্কাইওয়াকের সৌন্দর্য্যে মেতে উঠবেন সমগ্র শহরবাসী। এটা অন্তত বুঝতে পেরেছেন যে সৌন্দর্য তার সাথে সাথে মানুষের সুরক্ষার কথা ভেবে এগিয়ে চলছে প্রশাসন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *