April 21, 2025 | Monday | 2:35 AM

শিলিগুড়ি শহর লাগোয়া ইষ্টার্ন বাইপাসে দ্রুত গতিতে ছোটে যানবাহন, সমস্যায় মানুষ

0

TODAYS বাংলা: শিলিগুড়ি শহর লাগোয়া ইষ্টার্ন বাইপাসে দ্রুত গতিতে ছোটে যানবাহন। বিশেষ করে ট্রাকগুলোর দৌরাত্ম্য যেভাবে দিন দিন বাড়ছে, তাতে বারংবার দুর্ঘটনার শিকার হচ্ছে পথচলতি মানুষেরা। তাই ট্রাফিক বিভাগ সাধারণ মানুষকে সচেতন করে স্পীড লিমিট নির্ধারণ করে দিক এমনই দাবি উঠল। পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবিতে গতকাল রাতে “ডাবগ্রাম-ফুলবাড়ি পিপলস ফোরাম” নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির ইনচার্জ তথা ওসি সুদীপ দত্তের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

যদিও স্মারকলিপি দেওয়ার পূর্বে ফাঁড়ির ওসি সুদীপ দত্তকে সংবর্ধনা জানান ওই অরাজনৈতিক সংগঠনের সদস্যরা। পাশাপাশি আশিঘর আউটপোস্ট এলাকায় জুয়ার আসর বন্ধ করার এবং মদের ঠেকগুলি বন্ধ করার দাবি জানালেন তারা।এর পাশাপাশি সন্ধ্যা হলেই মোড়ে মোড়ে অবৈধ নেশার আসর বসে বিভিন্ন মোড়ে সেটাও যাতে বন্ধ হয় তার দাবী জানান তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *