April 20, 2025 | Sunday | 9:55 AM

SMI’S ARTISTIC ATTIRE তরফ থেকে ক‍্যাটালগ শ‍্যুটের আয়োজন

0

প্রীতি পাত্র: SMI’S ARTISTIC ATTIRE মানেই ছেটো থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সমস্ত মানুষের জন্য বুটিকের সম্ভার কালেকশন। ড্রেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিকস সেটস সব কিছুই পাওয়া যায় এখানে। তাদের এই কালেকশন কে মানুষের সামনে তুলে ধরার জন্য প্রতি মাসেই তারা একটি ক‍্যাটালগের ফটোশ‍্যুটের আয়োজন করে। তার অনথ‍্যা ঘটল এই মাসেও। ১৭ ফ্রেবুয়ারী SMI’S ARTISTIC ATTIRE উদ্দ‍্যোগে জানুয়ারি ও ফ্রেবুয়ারীর বেস্ট কালেকশন ক‍্যাটালগের মাধ্যমে তুলে ধরা হয়।

জানুয়ারি মাসের এই ক‍্যাটালগ শ‍্যুট মূলত ভালোবাসা দিবসের সম্ভার কালেকশন স্পেশাল ও ফ্রেবুয়ারীর মাসের ক‍্যাটালগটি প্রায় সবধরনের কালেকশনের সম্ভার নিয়ে তৈরি করা হয়। এইদিন এই ক‍্যাটালগ রিলিজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জনা সরকার, অরিন্দম মুখার্জী, বানি দাস, শ্রেষ্ঠ সাহা, রমিত আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ত্বগন। বিপুল সংখ্যক বুটিকের করে লেকশন নিয়ে তাদের ক‍্যাটালগ রিলিজ করা হয়।

SMI’S ARTISTIC ATTIRE কর্ণধার হলেন স্মিতা ব‍্যানার্জী। তার উদ‍্যোগেই ক‍্যাটালগ শ‍্যুটের আয়োজন করা হয়। ক‍্যাটালগ শ‍্যুটে ব‍্যাবহৃত সমস্ত কিছুই SMI’S ARTISTIC ATTIRE এর নিজস্ব কালেকশন থেকে নেওয়া। ড্রেসের ওপর প্রত‍্যেকটি বুটিকের কাজও তারা নিজে হাতেই তৈরি করেন। এককথায় বলা যায় তাদের প্রত‍্যেকটি কালেকশন প্রায় অসাধারণ যা দেখলেই মানুষের মন ছুঁয়ে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *