April 20, 2025 | Sunday | 1:47 PM

দাদার স্বপ্নপূরণ করতেই কী এই পথে স্নেহা!

0

TODAYS বাংলা, প্রীতি পাত্র: সবার কাছে তার সফলতার গল্প জানতে চাইলে বেশিরভাগ শোনা যায় বাবা মা -এর স্বপ্নপূরণের জন্য করছি, বা আমার ভালো লাগে তাইই করছি আবার কেও বলে বাবা মা – এর জন্য করতে চাই কিছু। কিন্তু কখনও শুনেছেন কী নিজের দাদার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে কেউ এগিয়ে চলেছেন। আজ আমরা এমনই একজনের গল্প শোনাবো। নাম স্নেহা সর্দার। ছোটো থেকে স্নেহার দাদা শারীরিক ভাবে আর পাঁচ জনের থেকে কিছুটা অস্বাভাবিক।

কিন্তু অস্বাভাবিক বলে তো স্বপ্ন দেখতে মানা না। ছোটো থেকেই স্নেহার দাদার গ্ল্যামার ইন্ড্রাস্ট্রির ওপর খুব বেশি ঝোঁক। বরাবরই অভিনয়ের প্রতি তার মন। কিন্তু শারীরিক অবস্থার জন্য তা সম্ভব হয়নি।

তাই দাদার স্বপ্ন তার বোন একদিন গ্ল্যামার জগতের বড়ো মুখ হবে। একজন অভিনেত্রী হবে। আর সেই স্বপ্নকে পূরন করতেই দশম শ্রেণী থেকেই পড়াশোনার পাশাপাশি একজন মডেল হিসেবেও কাজ করছেন স্নেহা। প্রায় ২ বছরের সফর একজন মডেল হিসেবে।

স্নেহা বলেন, ” দাদার ইচ্ছে পূরন করতেই আজ আমি এখানে। ইচ্ছে অভিনেত্রী কিন্তু শুরু টা মডেলিং দিয়েই করলাম। আর এটাই এখন আমার ভালোবাসা। কোনোদিনও অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও মডেলিং আমি ছেড়ে দেব না দুটোই একসঙ্গে চালিয়ে যাব।”

স্নেহার মডেলিং হিসেবে পথ চলার প্রথম দিকটা একেবারেই মধুর ছিল না। তার কাছে সেই সময় অনেক বাজে ফটোশুট করার অফার আসে। কিন্তু তাতে স্নেহা হার না মেনেই সবকিছু উপেক্ষা করে এগিয়ে এসেছে। অনেক বার ঠকেছে ভেঙে পড়েছে কিন্তু আবার শক্ত হয় দাঁড়িয়েছে, কারন তার দাদার না পারা ইচ্ছে তো তাকে পূরন করতেই হবে।

স্নেহা বলেন, ” সবকিছুর মধ্যে TODAYS বাংলা আবার যেন আমার শক্ত হতে শেখালো। অনেক দিন ধরেই আমি TODAYS বাংলা কে ফলো করছি, আর যারা কাজ করছে তাদের সফলতার কথাও তাদের কাছ থেকে শুনেছি। কিন্তু হঠাৎ আমাকেও TODAYS বাংলা সুযোগটা দেবে তা ভাবতে পারিনি। সত্যি খুব খুশি আমি। এবার মনে হচ্ছে এখানে কাজ করে আমিও সফলতা অর্জন করবো আর আমার দাদরা স্বপ্ন পূরন করবো। “

বিদ্র: TODAYS বাংলা মাগাজিনের ফ্যাশন পেজে মডেল হিসেবে এবারে দেখা যাবে স্নেহাকে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *