সাহারায় তুষারপাত!
অর্পিতা মাইতি
নিজস্ব সংবাদদাতাঃ অভিনব এই বিশ্বে ঘটছে নানান অবিস্বাস্যকর ঘটনা, মানুষেরা কৃত্রিম উপায়ে বের করে ফেলছে নানান রকমের বৈজ্ঞানিক উপায়ে তৈরি করছে বেশ মজাদার ও আধুনিক ও নিত্যনতুন জিনিসপত্র। তবে এবার আধুনিক ও অন্যরকম জিনিস্পত্রে এগিয়ে এসেছে প্রকৃতিও। এই কয়েকদিন ধরে প্রকৃতিও এমনভাবে খেলা দেখাচ্ছে যে তাতে মুশকিল হয়ে যাচ্ছে বোঝা যে প্রকৃতি এবার সত্যি কি প্রতিশোধ নিচ্ছে? কারন ২০১৯ থেকে এখনও পর্যন্ত সমগ্র পৃথিবীব্যাপী মানুষ করোনার হাত থেকে রক্ষা পায়নি। এইসমস্ত ঘটনাকে পেছনে ফেলে ঘটে গেল আর এক অবিস্বাস্যকর ঘটনা। বিশ্বের উষ্ণতম স্থান সাহারা মরুভূমিতে তুষারপাতের ঘটনা ঘটলো। গল্প নয় একেবারে সত্যি ঘটনা । অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা ঘটেছে সাহারা মরুভূমি অঞ্চলে। এই সম্পর্কিত একটি ভিডিও নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। যে দৃশ্য দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের।
তবে এই নিয়ে প্রথমবার নয় পঞ্চমবার এমন ঘটনা ঘটলো গত ৪২ বছরের মধ্যে। সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান। সাহারা মরুভূমির যে অঞ্চলে তুষারপাত হয়েছে সেই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে। গত কিছুদিন ধরে সেখানে তাপমাত্রা মাইনাস এ নেমে গিয়েছিল। যার ফলে মরুভূমির বালি সাদা তুষারে পরিণত হয়। সমস্তই কিন্তু প্রকৃতির সৃষ্টি তাই প্রকৃতির নিয়মে বাঁধা পরে আমরা কখনই কৃত্রিম উপায়ে সেই বিধি খন্ডাতে পারিনা। প্রকৃতি আমাদের যেমন করে সাজিয়ে দিয়েছি ঠিক তেমন করেই একের পর এক চমকপ্রদ ঘটনা দেখাচ্ছে।