April 20, 2025 | Sunday | 1:40 PM

সাহিত্যের মাধ্যমেই সমাজ সেবা

0


TODAYS বাংলা,সৌরভ দত্ত:
সাহিত্য সমাজের দর্পণ, সে হিসেবে বর্তমান সময়ের নানাবিধ সমস্যা, মানুষের মানুষ হয়ে ওঠার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা এবং বাংলা সাহিত্যের আগামীকাল কেমন হবে, সে সম্পর্কিত আলোচনা হয়েছে।

পত্রিকা বিক্রিত অর্থ হরিনাভী সৃজনের হাতে তুলে দেওয়া হয়েছে, যারা দক্ষিণ২৪পরগনার এইচ আই ভি আক্রান্ত শিশুদের শিক্ষা এবং ভরণপোষণের দায়িত্ব পালন করে চলেছেন অন্তরীণ সাহিত্য পরিবারের ও উদ্দেশ্য সমাজ কল্যাণ।এ বিষয়ে আবুল বাশার মহাশয় এবং ডঃ অরুণ দেব মন্ডল বিস্তারিত আলোচনা করেন।আগামীতেও আমাদের লক্ষ্য সাহিত্যের মাধ্যমে মানব কল‍্যান।

সাহিত্যের মাধ্যমেই সমাজ সেবা
মাতৃদিবসের শুভ লগ্নে অন্তরীণ সাহিত্য অনুশীলনের তত্ত্বাবধানে এক সাহিত্য যজ্ঞের আয়োজন সম্পন্ন হল।বাংলা সাহিত্য প্রেমিক বহু মানুষের সমাগমে আনন্দ মুখর এই উৎসবের আহ্বায়ক গোপাল কৃষ্ণ ভৌমিকের খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন শ্রদ্ধেয় আবুল বাশার মহাশয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অরুণ দেব মন্ডল ।
অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশিত হয়েছে ছ’খানি কাব‍্য সংকলন এবং অন্তরীণ পত্রিকার বাংলা নববর্ষ সংখ্যা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *