বিধায়ক হয়েও প্রত্যহ স্কুল করছেন তরুণ মাইতি
TODAYS বাংলা: কাঁথি তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি তথা এগরার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতি।তিনি বিধায়ক হওয়ার সত্বেও স্কুল শিক্ষক রূপে স্কুলে আসেন।প্রত্যহ স্কুলের উপস্থিত হয়েও তিনি বিধায়কের কর্মসূচি পালন করছেন। বিধায়ক তথা শিক্ষক তরুণ মাইতি কে কাছে পেয়ে খুশি শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা।তিনি বিধায়কের পূর্বের ক্রিয়া এখনও চালু রেখেছেন।স্কুলে আসেন এবং ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন। পড়া নিচ্ছেন মক টেস্ট ও করছেন।একদিকে শিক্ষক অন্যদিকে বিধায়ক এলাকার বাসিন্দাদের কাছে এক বাড়তি পাওনা।তিনি এককার বাসিন্দাদের কাছে প্রিয় হয়ে আছেন।