নারী যে সত্যিই দশভূজা তা প্রমাণ করলেন সোমা
TODAYS বাংলা: একটা কথা সমাজে খুবই প্রচলিত। নারী মা দুর্গার রূপ হয়। যেমন মা দুর্গা তার দশ হাত দিয়ে শত্রুদের বিনাশ করে আমাদের রক্ষা করেন। তেমনই একজন নারী তার দু হাত দিয়েই দশভূজার কাজ করেন। কখনও সে একজন মা , একজন স্ত্রী , একজন বৌমা, একজন মেয়ের ভূমিকা পালন করেন তেমনই নিজের ইচ্ছে গুলো পূরন করতে স্বনির্ভর হতেও তৎপর। আজ এমনই একজন মডেলের জীবন কথা শোনাবো। সোমা মল্লিক গাঙ্গুলী। ছেলে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার সাথে ঘরের সমস্ত দায়িত্ব তার ওপরেই। অথাৎ মা, স্ত্রী, বৌমা সবকিছুর ভূমিকায় একেবারে নিষ্ঠার সহিত পালন করছেন সোমা। তা বলে সংসারের দায়িত্ব নিতে গিয়ে কিন্তু নিজের ভালোলাগা গুলো ভুলে যায়নি। কিন্তু মডেল হিসেবে মাত্র ১ বছরের সফর। আর মডেলিং -এর পাশাপাশি নাচ ও চলছে তাল মিলিয়ে।

সোমা বলেন, ” সবদিনই নিজের লুক, শরীর সবকিছুরেই যত্ন নিতে আমি ভালোবাসি। আর সাজতে তো ভীষণ ভালোবাসি। সেই ভালোলাগা থেকে আজ এখানে। সংসারের চাপ তো একটু আছে। কিন্তু সেই সব কাটিয়ে উঠতেই হবে। সংসারের কাজ যেমন আমরা দায়িত্ব তেমন এটা আমার ভালোবাসা । আমার মনে হয় সব মেয়েরই করা উচিত এটা।

কোনো কিছুর জন্য কোথাও পিছিয়ে পড়া যাবেনা। দশভূজা হয়ে উঠতে হবে সবাইকে। ” এই একবছরে ক্যালেন্ডার শ্যুট আর বিভিন্ন ধরনের কাজ করেছেন সোমা।

সদ্য TODAYS বাংলা – এর ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করতে চলছেন সোমা। এই নিয়ে সোমা বলেন, ” সত্যিই খুব আগ্ৰহী আমি কাজ করার জন্য। ম্যাগাজিনের জন্য লিখেছি অনেকবার কিন্তু ম্যাগাজিনের একটা পাতা জুড়ে আমার ছবি থাকবে সেটা কখনও ভাবতে পারিনি।

আর TODAYS বাংলা -এর কাজ নিয়ে তো অনেকদিন ধরেই শুনছি। আর এবারে কাজ করার সুযোগে পাচ্ছি, কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবোনা। ” তার এই চলার পথ যেন আরও সুগম হয় সেই কামনা করি আমরা TODAYS বাংলা -এর পক্ষ থেকে।
