April 20, 2025 | Sunday | 2:21 AM

ফের মেট্রো রেলের সম্প্রসারণ কাজের জেরে বউবাজারের কিছু বাড়িতে ফাটল

0

TODAYS বাংলা: কলকাতায় মাটির নিচে মেট্রো রেল সম্প্রসারণ করার কাজ জোরকদমে চলছে। তবে এই সম্প্রসারণের কাজ করার সময় কলকাতার বউবাজার এলাকায় বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

প্রসঙ্গত কলকাতা বউবাজার এলাকার বেশিরভাগ বাড়ি অনেক পুরনো আমলের। মসলা ,সুরকি দিয়ে তৈরি এই বাড়িগুলি। বছর তিনেক আগে বাড়িগুলোতে ফাটল দেখা গিয়েছিল, তারপর মাটি দিয়ে মেরামত করা হয়।

কিন্তু সেই মাটি ভেদ করে ফাটল গুলি আবার বেরিয়ে এসেছে। যাদব পুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক অভিযোগ করেছেন আনফিট বাড়ি গুলিকে ফিট বাড়ির স্বীকৃতি দেওয়া হয়েছে ।

যদিও এই ব্যাপারে কলকাতা মেট্রো সংস্থা কোন কিছু বলতে চাইনি, গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *