মায়ের দায়িত্ব করার পাশাপাশি নিজের ইচ্ছেও পূরন করতে সক্ষম সোনালী
TODAYS বাংলা,প্রীতি পাত্র: আমাদের সমাজে এমন অনেক মেয়েই আছে যারা সংসারের চাপে নিজেদের ভালোলাগা গুলো প্রকাশ করতে পারেনা। নিজের সংসার সামলাতে গিয়ে কোথাও যেন তলিয়ে যাই তারা। খুব কম মানুষই দেখতে পাওয়া যায় যারা সেই জড়তা কাটিয়ে আবার মূল স্রোতে ফিরে আসতে পারে । আর যারা আসতে পারেন তাদের বলা হয় জয়ী। সত্যি কারের জয়লাভ করেছেন তারা । অবশ্য এর পেছনে নিজের পরিবারের সহযোগিতার দরকার হয়।

সোনালী রায়, মেকআপ আর্টিস্ট হিসেবে অনেকদিন ধরেই কাজ করেছেন আগে। কিন্তু সংসার সামলাতে কোথাও যেন হারিয়ে গিয়েছিল তারা সত্বা। তবুও কিন্তু সে হার মানেননি। মেকআপের প্রতি ভালোবাসা থেকেই আবার ফিরে এসেছে ইন্ড্রাস্ট্রিতে। প্রায় ২ বছর হল মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের কাজ শুরু করেছেন তিনি । সোনালী বলেন, সংসারের চাপে ভেবেছিলাম আর হয়তো কাজ করা হবেনা। কিন্তু ছেলে একটু বড়ো হতে দেখলাম চাপ কমেছে এবং নিজের জন্য সময় বের করতে পারছি। তাই আর দেরি না করে আবার নিজের ভালো লাগাতে ফিরে এলাম। পরিবারের সহযোগিতা না থাকলে এটা হয়তো সম্ভব হত না। “

দু বছরে প্রায় সবধরনের মেকআপের কাজ শিখেছেন তিনি। শুধু শেখেননি বিভিন্ন জায়গায় কাজ করেছেন। সদ্য TODAYS বাংলা -এর ম্যাগাজিনেও কাজ করেছেন তিনি। এই নিয়ে সোনালী বলেন, ” অনেক কাজ তো করেছি কিন্ত TODAYS বাংলা -এর সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে। আগামী দিনেও এনাদের সাথে কাজ করতে চাই। ” সোনালী রায়ের কাছে কেউ নিজের মেকওভার করাতে চাইলে অবশ্যই ৯৮৩১৯৮৪০৭৬ এই নাম্বারে যোগাযোগ করুন।