দেবী রুপে সোনাম কাপুর!
TODAYS বাংলা; পূর্বা রায়: সম্প্রতি তিনমাসের অন্তঃসত্ত্বা বলিউড তারকা সোনম কাপুর জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে ছবি পোষ্ট করতেই ঝড় বইছে নেট দুনিয়ায়।


অঙ্গে স্লিভলেস ব্লাউজ ও সাদা শাড়িতে মুগ্ধ করলেন নেটিজেনদের। মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই এটি তার তৃতীয় নম্বর পোস্ট যেখানে অভিনেত্রী তিন মাসের বেবি বাম্প প্রদর্শন করছেন।


সেলিব্রেটি তারকা এবং তার স্বামী আনন্দ আহুজা খুব তোর জোরে রয়েছেন তাদের প্রথম বেবিকে দুনিয়াতে স্বাগত করতে।


বিশিষ্ট অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুর তার অভিনব রূপে সেজেছেন সেলিব্রেটি ডিজাইনার ‘আবু জারীর’ জন্মদিন উপলক্ষে।

পরিধানের সঙ্গে ম্যাচিং করে ভিন্টেজ অলংকার পড়েছে তার মা সুনিতা কাপুরের কালেকশন থেকে। সবমিলিয়ে তিনি সাক্ষাৎ দেবীরূপে ধরা দিয়েছেন সকলের সামনে এমনটাই মন্তব্য তার ভক্তগনের।