April 20, 2025 | Sunday | 3:34 AM

কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধীর অবস্থার সঙ্কটজনক

0

TODAYS বাংলা, সৌরভ দত্ত: গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী । করোনায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী এই মুহূর্তে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কংগ্রেসের তরফ থেকে এই মর্মে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর নাক থেকে রক্তক্ষরণ হয়েছে। তাঁর শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে। কোভিড পরবর্তী একাধিক উপসর্গ রয়েছে তাঁর শরীরে। চিকিৎসকরা নজরদারিতে রেখেছেন।


৭৫ বছর বয়সী কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন কংগ্রেস। শ্বাসনালীতে ফাঙ্গাল ইনফেকশন ধরা পড়ার পর গত ২৪ ঘণ্টায় তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে।
ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তিন দিন ধরে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ইডি জিজ্ঞাসাবাদ করেছে সোনিয়া-পুত্র রাহুলকে। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এরপর তিনি ইডি-র কাছে জিজ্ঞাসাবাদে সাময়িক অব্যাহতি চেয়েছিলেন। সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে আরও খানিকটা পিছতে চান ইডি জিজ্ঞাসাবাদের তারিখ। টানা তিনদিন ধরে ম্যারাথন জেরার পরও রাহুলের উত্তরে ইডি খুশি নয় বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল। মাঝে একদিন বিরতি দিয়ে শুক্রবার ফের রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় সংস্থা। আগামী সোমবার পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে।
উল্লেখ্য, কোভিড জটিলতার জন্য গত ২ জুন দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়া গান্ধীকে। গত সোমবারের মতো মঙ্গলবারও ইডির দফতর থেকে মধ্যরাতে বেড়িয়ে হাসপাতালে যান রাহুল গান্ধী। টানা জেরায় রাহুলের শারীরিক অবস্থার অবনতি হয় বলে খবর রটে। যদিও পরে জানা যায়, মা সোনিয়াকে দেখতেই রাহুলের হাসপাতালে যাওয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *