TODAYS বাংলা -এর ম্যাগাজিনের হাত ধরেই ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে পা সোনিয়া মুখ্যার্জী
TODAYS বাংলা, প্রীতি পাত্র: চলছে TODAYS বাংলা ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট। যেখানে নতুন পুরোনো সবাইদের জন্য রয়েছে চমৎকার সুযোগ। সুযোগ করে দেওয়া হচ্ছে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ।

সবাই বলে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা খুবই সহজ, কিন্তু শুধু দরকার একটা সুযোগের। আর এখনও অনেকেই আছে যারা এই সুযোগটা পাইনি বলে হয়তো তাদের আজ নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি।

আর সেই জন্যই TODAYS বাংলা -এর পক্ষ থেকে এনে দেওয়া হয়েছে এই সুযোগ। আর এই সুযোগ কে কাজে লাগিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে তৎপর হয়েছেন সোনিয়া মুখ্যার্জী। নাচের জগতে অনেকদিনেরই পরিচিত তার।

কিন্তু মডেল হিসেবে পরিচিতি কখনও পায়নি। কিন্তু স্বপ্ন ছিল অনেক দিনের। আর সেই স্বপ্ন এখন পূরনের দোরগোড়ায়। বেশিদিন নয় মডেল হিসেবে কাজ করছেন প্রায় কয়েকমাস ইতিমধ্যেই ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে নিজের বেশ পরিচিত করিয়েছেন।

করেছেন একাধিক ব্রাইডাল ফটোশ্যুট। এমনকী নববর্ষের ফটোশ্যুটেও কাজ করছেন এই কয়েক মাসেই। আবার কিছুদিনের মধ্যেই করতে চলছে ম্যাগাজিন ফটোশ্যুট।

এককথায় নৃত্যশিল্পী এর পাশাপাশি মডেল হিসেবেও বেশ জমিয়ে কাজ চলছে তার। তিনি বলেন, এইভাবেই এগিয়ে যেতে চাই আমি। আর TODAYS বাংলা কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।

উল্লেখ্যযোগ্য, TODAYS বাংলা -এর দ্বিতীয় মাসিক ম্যাগাজিনের শ্যুট শুরু হতে চলছে খুব শীঘ্রই। যারা আমাদের এই ম্যাগাজিনে কাজ করতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে। সময় খুবই সীমিত।


