মা হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল
TODAYS বাংলা; পূর্বা রায়: জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল স্বাগত জানাতে চলেছে তার প্রথম সন্তানকে স্বামী গৌতম কিচলুর সঙ্গে।


তারকা চুটিয়ে উপভোগ করছেন তার অন্তঃসত্ত্বা ঋতুকে। সিংহভাগ সময় কাটাচ্ছেন নিজের পছন্দের রান্না হোক বা বই পড়া সব কিছুর মধ্য দিয়ে খুশ মেজাজে।


নায়িকা ভুলেননি তার অন্তঃসত্ত্বাকে আরও সুন্দর করে তুলতে, আগামী দিনের স্মৃতির পাতায় তুলে রাখতে বিভিন্ন ধরনের ম্যাটারনিটি ফটোশুট করতে।


কখনো সাদা রঙের মিডি ড্রেসে সোফায় বসে বা কখনো নীল-সাদা কম্বিনেশনে প্যান্ট শার্ট পড়ে কিংবা পিঙ্ক গাউনে নিজেকে ধরা দিয়েছেন নেট দুনিয়ায়।


সোশ্যাল মিডিয়াতে রূপসী অভিনেত্রী কাজল আগরওয়ালের প্রোফাইল দেখলেই কারোর বুঝতে অসুবিধা হবে না, যে তিনি জীবনের নতুন অধ্যায়ের প্রতিটা মুহূর্তকে উজ্জ্বলতার সঙ্গে আমোদপ্রমোদে উৎযাপন করছেন।