শুভেন্দু অধিকারী সহ 5 জন বিধায়ক কে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়
TODAYS বাংলা: বিধান সভায় শাসক বিরোধী বিজেপি বিধায়ক দের সঙ্গে হাতাহাতি জেরে গত 28 মার্চ বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী সহ 5 জন বিধায়ক কে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। মনোজ টিগগা, শংকর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতো এবং তার আগে মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায় কে বহিষ্কৃত করেন স্পিকার।

তার নির্দেশ অনুযায়ী জেলা শাসক কে বলা হয়েছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির 5 বিধায়ক কে শুক্রবার থেকে শুরু 10 জুন থেকে বিধান সভা অধিবেশনে যাতে আমন্ত্রণ না জানানো হয়। বিধান সভার সচিবালয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিধান সভার সচিব সুপ্রিম ভট্টাচার্য সমস্ত জেলা শাসক কে নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট জেলার সব বিধায়ক দের রাজ্য বিধান সভা অধিবেশনে 10 জুন থেকে 17 জুন পর্যন্ত তাদের আসন পূর্ণবিন্যাস সংক্রান্ত হাজির থাকার জন্য বার্তা পৌঁছ দিতে। তবে এই নির্দেশিকায় শুভেন্দু অধিকারী সহ 5 জন বিজেপির সাসপেন্ডেড বিধায়ক দের যাতে না জানানো হয় সেই ফরমান জারি করেছে বিধান সভা সচিবালয়। ফলে এই নির্দেশিকা অবার একটা বিতর্ক উস্কে দিল বলে মনে করছে রাজনীতিক মহল।