শ্রী কলোনি সমাজ সংঘর থিম ‘ উৎসব ‘
TODAYS বাংলা:
দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন। মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।


১. পুজো কমিটির নাম: শ্রী কলোনি সমাজ সংঘ
২. কতদিন থেকে পুজোর শুরু আপনাদের?: ৬৩ বছর
৩. কি থিম?: এ বছর আমাদের থিম হল উৎসব (উৎসব)। ভারতের পুরনো উপজাতিদের উৎসব ও আনন্দের কিছু ছবি আমাদের মণ্ডপে পাওয়া যাবে। সবচেয়ে মজার বিষয় হল, আপনি আমাদের মণ্ডপে সরাসরি এই আদিবাসীদের উৎসব দেখতে পারবেন। লাইভ শো-এর মাধ্যমে। আমাদের প্যাভিলিয়নে লাইভ শোতে প্রায় ১৬ জন অংশগ্রহণ করবে।
৪. কেন এই থিমের ভাবনা?: আমরা আদিবাসীদের উৎসব পালন করতে চাই।


৫. কালীপুজো কি দুর্গা পূজার মতই দর্শনার্থীদের ভিড় থাকে ?: হ্যাঁ