সর্বগুণে সম্পন্না মডেল পায়েল
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
২০১৯ থেকে মডেলিং জগতে পা রাখেন পায়েল চ্যাটার্জি। ভালো লাগা বলতে তার এঙ্করিং, অভিনয়, ফ্যাশন, নাচ, রান্না ও ছবি আঁকা। প্রায় সর্ব গুনে সম্পন্ন পায়েল। মডেলিং করা তার প্যাশন ও ভালো লাগা।


স্ট্রাগল এর বাঁধা সেরম ভাবে পায়নি বলেই চলে। বাঁধা এলেও নিজের ভালো লাগাকে কি আর কেউ দূরে রাখতে পারে! বন্ধুরা এই ব্যাপারে খুব সহযোগিতা করেছে। জীবন একটাই তাই কোনো সুযোগকে হাতের বাইরে করা উচিত না।


নিজের প্যাশনকে সব সময় এগিয়ে নিয়ে আসা উচিত বলেই মনে করেছে পায়েল। পেশায় তিনি একজন ডিজাইনার, নারীদের পোশাক ডিজাইন করেন। ছোট আউটলেট আছে এই নিয়ে যেখানে নিজের ১০০% দিয়ে আসছেন আর দেবেনও। সবার ভালোবাসা তার আসল অস্ত্র।


TODAYS বাংলার সাথে পরবর্তী ম্যাগাজিন শুটে তাকে দেখা যাবে। তার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।