সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনা শিলিগুড়িতে
TODAYS বাংলা: সকাল থেকেই বিক্ষিপ্ত ঘটনা শিলিগুড়িতে।শিলিগুড়ির জায়গায় জায়গায় এস ইউ সি আই এর মিছিল।কুশপুত্যলিকা পোড়ানো হল প্রধানমন্ত্রী এবং অমিত শাহর।আজ সকাল থেকেই এস ইউ সি আই এর ডাকা বনধ্ শিলিগুড়িতে ঘটল কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা।

আজ শিলিগুড়ির ভেনাস মোড় এলাকায় এস ইউ সি আই প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করল।এছারাও অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করল এস ইউ সি আই।দেশজুড়ে আজ এস ইউ সি আই এর ডাকা দ্বিতীয় দিনের হরতালে শিলিগুড়িতে সকাল থেকেই ঘটতে শুরু হয় নানান ঘটনা।

এস ইউ সি আই এর মিছিল শুরু হয় ভেনাস মোড় এবং বিনয় বাদল মোড়ে।জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষোভ এবং মিছিল।পুলিশ এসে মিছিল হাটিয়ে দিলে আরো ব্যাপকভাবে মিছিল শুরু করে দেয় তারা।মিছিলে অংশগ্রহন করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরাও।

ভেনাস মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করলে উত্তেজনা আরো ছড়িয়ে যায়।এর মধ্যে এনজেপী থেকে আসা যাত্রীদের পথ আটকিয়ে দেয় এস ইউ সি আই সমর্থকেরা।

সকাল থেকেই উত্তেজনা বাড়তে থাকায় প্রচুর মানুষ বাইরে বের হয়েও আবার ঘরমুখো হয়ে যান।সকাল থেকেই উত্তেজনা বেড়ে যাওয়ায় কড়া হয়ে যায় পুলিশ প্রশাসনও।