জল আনতে বেরিয়ে নিখোঁজ ছাত্রী , গাছে উদ্ধার দেহ
TODAYS বাংলা, শ্রেয়া দাস: ডুঙ্গারপুর জেলার চৌরাসি থানা এলাকার গজপুর গ্রামে বাড়ি থেকে একটু দূরে গাছে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ দশম শ্রেণির ছাত্রীর মৃতদেহ জল আনতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ১৬ বছর বয়সী ওই কিশোরী গত সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ মামলাটি তদন্ত করছে।

দুঙ্গারপুর জেলার চৌরাসি থানার এসএইচও ভেমজি গারাসিয়া জানিয়েছেন যে ৩৫ বছর বয়সী লক্ষ্মীর স্ত্রী গজপুরের বাসিন্দা বীরজি খারাদি রিপোর্ট দিয়েছেন। প্রতিবেদনের লক্ষ্মী খারাদি জানান, তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তার স্বামী বীরজি গুজরাটে শ্রমিক হিসেবে কাজ করেন। লক্ষ্মী জানান, গতকাল দুপুরে তার ছোট মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে সিমলওয়াড়া হাসপাতালে দেখতে গিয়েছিলেন। পেছনে বাড়িতে ছিল তার বড় মেয়ে ভাবনা (১৬), ছোট মেয়ে মনিকা। গতকাল সন্ধ্যায় ছোট মেয়েকে দেখিয়ে ফেরার সময় বড় মেয়ে ভাবনা খারাদি বাড়িতে নেই।
এতে লক্ষ্মী তার দ্বিতীয় মেয়ে মনিকার কাছে জানতে চাইলে মনিকা জানান, ভাবনা জল আনতে গেছে কিন্তু ভাবনা অনেকক্ষণ ফিরে আসেনি। যার ভিত্তিতে লক্ষ্মী ও অন্যরা ভাবনার খোঁজ করেও কোনো ক্লু পায়নি। একই মঙ্গলবার গ্রামে কিছু শিশু ছাগল চরছিল। এসময় তিনি ভাবনার লাশ গাছে ঝুলতে দেখেন। শিশুরা বিষয়টি ভাবনার মাকে জানায়। খবর পেয়ে ভিড় জমে যায়।