হঠাৎ কেন অভিনয় থেকে মডেলিং -এ পর্দাপন অরিন্দম -এর
TODAYS বাংলা, প্রীতি পাত্র: মডেলিং জগৎ থেকে অভিনয় এটা প্রায় সবসময় শোনা যায়। টলি-বলি সব ইন্ড্রাস্ট্রিতে এমন অনেক উদাহরণ খুঁজে পাওয়া যায় যারা মডেলিং ইন্ড্রাস্ট্রি থেকে উঠে এসে এখন একজন খ্যাত অভিনেতা ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কিন্তু অভিনয় থেকে মডেলিং -এর শখ এমন খুব একটা দেখতে পাওয়া যায়না। কিন্তু অরিন্দম ব্যানার্জির পথ চলটা কিছুটা এরকমই। সালটা ছিল ২০১৭ , অপর্না মুখার্জি হাত ধরে অভিনয় জগতে আসা। তারপর থেকেই অভিনয় নিয়ে পথ চলাটা বেশ সুন্দর।

মেগা সিরিয়াল থেকে শুরু করে শর্ট ফিল্ম সবকিছুতেই বেশ ভালোই চলছিল অভিনয়। কিন্তু হঠাৎ মডেলিং -এ কেন! এই নিয়ে অরিন্দম ব্যানার্জি বলেন, ” তেমন কোনো কারন নেই।


হঠাৎ আমাই একদিন আমার একজন বন্ধু বললো অভিনয়ের পাশাপাশি মডেলিং টাও করতে পারো। আর তার পর থেকেই মডেলিং জগতে আশা আমার।”


মডেলিং জগতে পর্দাপন খুব বেশিদিন না হলেও ইতিমধ্যেই বেশ ভালোই চলছে তার কাজ। “রাইকিশোরী”, “কল্যান ভান্ডারিয়া” বিভিন্ন নামিদামী ডিজাইনাদের সাথে কাজ করেছেন তিনি।


আগামী দিনেও আসতে চলছে অনেক নতুন কাজ। তবে মডেলিং -এর পাশাপাশি অভিনয় টাও বেশ চালিয়ে যাচ্ছেন তিনি।


