April 20, 2025 | Sunday | 6:28 AM

“অন্তর্জাল” এর রহস্য ভেদ করতে আসছেন স্বাধীন

0

I am very much excited and proud to be announced that I’m also part of Antarjal films.
Suspense Thriller movie অন্তর্জাল এর রহস্য ভেদ করতে আমার সহ অভিনেতা সৌমাল্য দার সাথে আমি আসছি স্বাধীন ( রুদ্রর চরিত্রে)
আপনাদের সাথে আমার অভিজ্ঞাতা শেয়ার না করে পারলাম না,


বড়ো পর্দায় এটা আমার দ্বিতীয় কাজ।বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় ও প্রান্তিক দার সাথে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে।


প্রার্জুন মজুমদার এর দক্ষ পরিচালনা এবং অনুভব দার অসাধারণ লেখনী গল্পঃ টা অন্য একটা মাত্রা দিয়েছে।
এখানে আপনারা আমাকে লালবাজার এর investigation officer রুদ্রর চরিত্রে দেখতে পাবেন।


আমি সবসময় চেষ্টা করি যে চরিত্রের জন্য আমাকে নির্বাচন করা হয়েছে সেখানে আমার বেস্টটা দেবার। আশা করি আমার কাজ আপনাদের সকলের ভালো লাগবে।


এই ছবিটির প্রযোজনায় রয়েছে পান্ডে মোশান পিকচার্স। প্রযোজক মুকেশ পান্ডেজি কে আমার অসংখ্য ধন্যবাদ জানাই।
ওনাদের জন্যই আজ বনি, কৌশানী, প্রান্তিক দার মত অভিনেতা দের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *