আবার চিতাবাঘের আক্রমণের মুখে চা শ্রমিক
TODAYS বাংলা: আবার চিতাবাঘের আক্রমণের মুখে চা শ্রমিক।

বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে মাঝে মাঝেই উত্তরের সমতল ও ডুয়ার্স এলাকায় লোকালয়ে চিতাবাঘ চলে আসছে। সাধারণ মানুষ বেকায়দায় পড়ে যাচ্ছে।

মঙ্গলবার হাসিমারা চা বাগানে চিতাবাঘ এর আক্রমণে আহত হয় এক শ্রমিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তর এর কর্মীরা আসে।

এরপর আহত চা শ্রমিকের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। বনদপ্তর থেকে জানানো হয়েছে ওই আহত শ্রমিকের চিকিৎসার ভার বহন করবে বনদপ্তর।
