বাসের নিচের গোপন কুঠুরি দিয়ে পাচার হচ্ছিল সেগুন কাঠ
TODAYS বাংলা
: বাসের নীচে গোপন কুঠুরী সেই কুঠুরী দিয়েই পাচার করা হচ্ছিল সেগুন কাঠ।ধুপগুড়ির পুলিশ বাসটিকে তাড়া করে আটক করে সেগুন কাঠ।

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ঘটনা এটি।কুঠুরি দিয়ে পাচার করা হত সেগুন কাঠ।পুলিশের কাছে খবর ছিল অনেকদিন ধরেই।রাতের অন্ধকারে পাচার করা হত ওই সেগুন কাঠ।

পুলিশ ওই বাসটির ড্রাইভার এবং চালক ছাড়াও আরো তিনজনকে গ্রেপ্তার করেছে।রাতের অন্ধকারে সেগুন কাঠ পাচার হচ্ছিলো দিনের পর দিন থেকে।

বাস থেকে এই কাজ করা হচ্ছিল বলে ধরতে পারছিল না পুলিশ।অবশেষে পুলিশ খবর পেয়ে বাসটিকে তাড়া করে।অনেকটা গিয়ে বাসটিকে ধরে ফেলে ধুপগুড়ির পুলিশ। অভিযুক্তদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
