শিলিগুড়িতে পালিত হলো গৌতম বুদ্ধের জন্ম জয়ন্তী
TODAYS বাংলা: সারা দেশ ও রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও জাঁকজমকের সঙ্গে পালিত হল গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী । গতকাল থেকেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শহরের একাধিক মঠ গুলোতে চলছিল প্রস্তুতি ।

সোমবার সকাল থেকেই বিভিন্ন মঠে শুরু হয় বুদ্ধের আরাধনা। তেমনি শিলিগুড়ির মহাকালপল্লীর একটি বুদ্ধমঠে সকাল থেকেই চলে বুদ্ধ পুজো , প্রত্যেক বছর বেশ জাঁকজমক ও নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে বুদ্ধের জন্মজয়ন্তী।

এদিন মহাকালপল্লীর বুদ্ধমঠ ও হায়দারপাড়া মঠের মিলিত উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয় । মিছিলে সামিল হয় একাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী ও বুদ্ধ অনুরাগীরা ।এছাড়া গৌতম বুদ্ধের জীবনীর ওপর ভিত্তি করে নানান রকমের প্রদর্শনী ট্যাবলো ছিল ।

এদিনের এই মিছিল পানিট্যাঙ্কি মোড় হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বলাবাহুল্য বিগত দু’বছর সংক্রমনের জেরে সমস্ত অনুষ্ঠান ও পুজো-পার্বণের পাশাপাশি বুদ্ধপূর্ণিমার আয়জনেও পড়েছিল ভাটা , ফলে দু’বছর পর আবার ও জাঁকজমকের সঙ্গে বুদ্ধ পূর্ণিমা পালন করতে পেরে অনেকটাই উৎসাহিত ভক্তরা।
