তিনদিন পরে পাওয়া গেলো নিখোঁজ কিশোরের দেহ
TODAYS বাংলা: তিনদিন পরে পাওয়া গেল ফুলবাড়ীর জলে নিখোজ হয়ে যাওয়া কিশোরের দেহ।আজ সকালে ডিসাসটার ম্যানেজম্যান্ট গ্রুপ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যেগে তার দেহ উদ্বার করা হয়।

বন্ধুদের সাথে গিয়ে নদীতে নেমে তলিয়ে যায় তার দেহ। তিনদিন ধরে তল্লাশি করবার পরে আজ সকাল সাড়ে ছটার সময় উদ্বার করা হয় তার দেহ।তার দেহ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে যান তার বাবা মা।তার বন্ধুরাও বাড়িতে না গিয়ে ওই অঞ্চলেই রাত কাটাচ্ছিল।

অবশেষে আজ সকালে তার দেহ পাওয়া গেলে শোকে ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকজন এবং বন্ধুরা।

ওই কিশোরটি একটি বেসরকারি ইষ্কুলে পড়াশোনা করত।পড়াশোনায় প্রচণ্ড মেধাবী ছিল সে।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফুলবাড়ি এলাকায়।
