প্রেমিক জুটি বনি-কৌশানি এবার রহস্য-রোমাঞ্চে
TODAYS বাংলা:
হাড়-হিম করা ছবি উপহার দিতে চলেছেন পরিচালক প্রার্জুন মজুমদার। ছবির নাম অন্তর্জাল । ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক।
ছবিতে কৌশানির নাম লহরী, পেশায় লেখক।

বনিকে দেখা যাবে অপূর্ব চরিত্রে। অনস্ক্রিন দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের। গল্প হঠাৎ নয়া মোড় নেয়।

প্রথম বিবাহবার্ষকীর রাতে হঠাৎ নিখোঁজ হয় অপূর্ব! সেই রাতেই মৃত্যু হয় মল্লিকা নামের এক নাম করা পাবলিশার এর। গল্পে মল্লিকা লহরী ও অপূর্বের পরিচিত।

শুরু হয় তদন্ত। শুরু হয় চিরুনি তল্লাশি। জ্বালে জড়িয়ে পরে গল্পের চরিত্ররা।

বনি কৌশানির পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জি, সৌমাল্য দত্ত, ত্রিপর্ণা সহ একাধিক তারকারা।

রহস্যে-রোমাঞ্চে ভরপুর প্রার্জুন মজুমদারের নতুন ছবি ‘অন্তর্জাল। মুকেশ পান্ডে প্রযোজিত এবং প্রসেনজিৎ পাল সহ প্রযোজিত অন্তরজাল ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।

বনি-কৌশানিকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন অবতারে। ছবি নিয়ে বেশ আশাবাদী পরিচালক। ২৯ জুলাই মুক্তি পাবে ‘অন্তর্জাল’।


