বাংলার ধর্ষণকাণ্ডের তদন্তভার দিয়ে দময়ন্তী সেনকে ফিরিয়ে আনল কলকাতা হাইকোর্ট
TODAYS বাংলা:
সম্প্রতি বাংলায় ঘটে যাওয়া ৪টি ধর্ষণকাণ্ডের তদন্তভার দিয়ে দময়ন্তী সেনকে ফিরিয়ে আনল কলকাতা হাইকোর্ট।

পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডে স্বচ্ছ তদন্ত করার জন্য যাকে রাজ্য সরকারের পক্ষ থেকে বদলী করে দেওয়া হয়েছিল।

সেই দময়ন্তী সেনের উপরই হাঁসখালি সহ ৪টি ধর্ষণ কান্ডের তদন্তের দায়িত্ব দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

এই ঘটনাগুলোর অপরাধীদের সনাক্ত করার ক্ষেত্রে তিনি কতটা সফল হয় এখন সেটাই দেখবার বিষয়।
