ছবির মত শহর মারিওপোল এখন ধ্বংসস্তূপ
TODAYS বাংলা: ছবির মত শহর মারিওপোল এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়। রাশিয়ার হামলায় ছবির মত শহরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


চারিদিকে শুধু চিৎকার আর আর্তনাদের আওয়াজ, বড় বড় অট্টালিকা এবং ইমারত গুলি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে।

এরকম পরিস্থিতিতে ও রাশিয়ার সেনার অগ্রাসন কমছে না। ওই শহরে শোনা যাচ্ছে ক্রমাগত গুলির আওয়াজ। সেখানকার সাধারণ মানুষদের রাশিয়ান সৈন্যরা হুঁশিয়ারি দিয়েছে , হাতে সাদা রিবন পড়তে হবে।

সাদা রিবন হাতে না পড়লে গুলি চালানো হবে। এর পিছনে একটাই অভিসন্ধি রাশিয়ার এরকম করলে সহজেই ইউক্রেনের সেনাদের চিহ্নিত করা যাবে।
