এলো কফিনবন্দি দেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার, পাহাড় জুড়ে শোকের পরিবেশ
TODAYS বাংলা: মণিপুরে ধসে সেনা জওয়ানদের মৃত্যু।
দার্জিলিঙের ৯ সেনা জওয়ান ও বানারহাট, সিকিমের ২ সেনা জওয়ানকে শ্রদ্ধা জানানো হল শিলিগুড়ির ব্যাঙডুবিতে।আজ সকালে মৃত নজন জওয়ানের মৃতদেহ এসে পৌছায় বাগডোগরা এয়ারপোর্টে। সেই এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ব্যাঙডুবির বড় বড় সেনা অফিসারেরা।

নিজেদের আর্মির গাড়ি করে তারা মৃতদেহগুলি নিয়ে এসে পৌছান ব্যাঙডুবিতে। সেখানে তাদের সাথে গিয়ে পৌছান তাদের আত্মীয়রা।এদিকে দার্জিলিং এর বিধায়ক অনিত থাপা সেনা জাওয়ানদের মৃত্যুর কারনে তার পাহাড়ের বিজয় উৎসব পালন আপাতত বন্ধ রেখেছেন। চুড়ান্ত শোকের আবহে আজ আর্মির নজন জওয়ানদের শেষকৃত্য করা হল।এদিকে জওয়ানদের মৃত্যুর জন্য শিলিগুড়িতে একদিনের শোক পালন করার প্রসতাব দিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।তিনি জানিয়েছেন এইভাবে নজনের মৃত্যু শুধুমাত্র শিলিগুড়ি কেন গোটা দেশের ক্ষতি।তাই আমাদের উচিত একদিনের জন্য শোক পালন করা।