প্রয়াত হলেন কৃষ্ণ কুমার কল্যাণী।
TODAYS বাংলা: মারা গেলেন জলপাইগুড়ির বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল কংগ্রেসের জননেতা কৃষ্ণ কুমার কল্যানী (Krishna Kumar Kalyani)। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।


কিষানদা নামে খ্যাত তিনি একজন বিশিষ্ট চা শিল্পপতি, সংস্কৃতিমনস্ক তথা ধর্মপ্রাণ এই মানুষটি ছিলেন অত্যন্ত ভদ্র ও সজ্জন। তিনি জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ে বাংলা মাধ্যমে শিক্ষা গ্রহণ করেন।

জলপাইগুড়ি জেলার শিক্ষা, সংস্কৃতি, শিল্প এবং ক্রীড়া প্রতিটি বিষয়েই তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী এবং তাঁর উৎসাহ ছিল অফুরন্ত। তিনি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন দুবার এবং বর্তমানে রাজ্য সম্পাদক পদে আসীন ছিলেন।

এছাড়াও, বহু রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডের সঙ্গে তিনি আজীবন যুক্ত ছিলেন। তাঁর পরিবারে বর্তমানে স্ত্রী, এক পুত্র এবং দুই কন্যা আছে।

কিষন কুমার কল্যানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরবঙ্গের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা।গৌতম দেব,রবীন্দ্রনাথ ঘোষ এবং পাপিয়া ঘোষ কিষন কুমার কল্যানীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।